গুরুতর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই চলচ্চিত্র অঙ্গনসহ দেশজুড়ে নেমে এসেছে উদ্বেগ ও বিষাদের ছায়া। প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।
এক পোস্টে বর্ষীয়ান এই অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে নিজের গভীর কষ্টের কথা প্রকাশ করেন শাবনূর। তিনি লেখেন, ‘বর্ষীয়ান অভিনেতা, শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে কিছুদিন থেকে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। মানুষের তরে নিবেদিতপ্রাণ এই মানুষটির অসুস্থতার খবর শুনে মনটা অত্যন্ত ভারাক্রান্ত।’
চলচ্চিত্রের বাইরে ইলিয়াস কাঞ্চনের জনকল্যাণমূলক কাজের কথাও তুলে ধরেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। শাবনূর আরও লেখেন, ‘তিনি চলচ্চিত্রের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। বিশেষ করে দীর্ঘদিন থেকে ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন।
অসুস্থ অভিনেতার প্রতি শুভ কামনা জানিয়ে শাবনূর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়া এই গুণী অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের সবার প্রার্থনা ও ভালোবাসায় তিনি এই কঠিন সময় পার করে ইনশাআল্লাহ ফিরে আসবেন।’
দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছেন ঢাকাই চলচ্চিত্রের সোনালী যুগের এই নায়ক। গত কয়েক মাস ধরে তিনি লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। সম্প্রতি 'নিরাপদ সড়ক চাই' (নিসচা)-এর পক্ষ থেকে তার অসুস্থতার খবর নিশ্চিত করা হয়। বর্তমানে তার অস্ত্রোপচার পরবর্তী থেরাপি চলছে। সহকর্মী ও ভক্তরা সবাই কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনা করছেন।
সূত্র: ঢাকা পোস্ট
All rights reserved © 2025 Teknaf21.Com
Developed By: Azad Web IT