শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

শিরোনাম
সাগর পথে পাচারকালে নারী-শিশুসহ২৯জনকে উদ্ধার,রোহিঙ্গাসহ তিন দালাল আটক নাফনদীতে বিজিবি’র অভিযানে৪০হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক টেকনাফে পাহাড়ে পাচারকারীদের আস্তানায় বিজিবি’র হানা,অস্ত্র-গুলিসহ মানব পাচার চক্রের এক সদস্য আটক,৬জিম্মি উদ্ধার টেকনাফে মাদক সম্রাট জুবাইরের বসত ঘর থেকে ইয়াবা,দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ আটক-২ কঠিন চীবর দান অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা দিলেন জেলা বিএনপির সভাপতি: শাহজাহান চৌধুরী চলচ্চিত্রে ফিরছেন পপি, তবে নায়িকা হিসেবে নয় ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন শাকিব, কী বললেন নায়ক? হংকংয়ের সঙ্গে ড্র করে যা বললেন হামজা ইলিয়াস কাঞ্চন অসুস্থ, মন খারাপ শাবনূরের ওয়ার্ডপ্রেস থিম ক্রয় করুন আজাদ ওয়েব আইটি থেকে
বিজ্ঞপ্তি :
এই ধরনের ওয়েবসাইট বানাতে আজাদ ওয়েব আইটি’র এই নাম্বারে যোগাযোগ করুন > ০১৮৭৮৩০৫০১০

টেকনাফে মাদক সম্রাট জুবাইরের বসত ঘর থেকে ইয়াবা,দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ আটক-২

প্রতিবেদকের নাম : / ৩৪ বার পড়া হয়েছে
আপডেট সময় : শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

ফরহাদ আমিন:
টেকনাফে এক বসত বাড়িতে টানা৮ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে ইয়াবা,দেশীয় অস্ত্র,ওয়াকিটকি ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বৃহস্পতিবার(১৬অক্টোবর)সন্ধ্যায় সাবরাং ইউনিয়নের মন্ডল পাড়া নিজ বসত ঘর থেকে ইয়াবা ও নগদ টাকাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ার বাসিন্দা আবুল কালামের ছেলে আইয়ুব আলী(৩৭)ও সাবরাং মন্ডল পাড়ার মোঃজুবাইরের স্ত্রী ফাইজা আক্তার(১৯)।
পলাতক আসামি হলেন,একই এলাকার ফজল হকের ছেলে মোঃ জুবাইর(৪০)।বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ব্যাটালিয়ন(বিজিবি)অধিনায়ক লেঃকর্নেল আশিকুর রহমান।তিনি জানান,বৃহস্পতিবার(১৬অক্টোবর)সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তারই নেতৃত্বে অর্ধশতাধিক বিজিবি সদস্যের সমন্বয়ে সাবরাং মন্ডল পাড়ায় মাদক কারবারের মূলহোতা মোঃজুবাইরের বসত বাড়িতে অভিযান চালায়।মাদক চক্রের আস্তানায় প্রায়৮ঘণ্টাব্যাপী তল্লাশি চালিয়ে হটপটের ভিতরে লুকায়িত বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে দেওয়াল টপকে পালানোর সময় আইয়ুব আলী ও মূলহোতার স্ত্রী ফাইজা আক্তারকে আটক করা হয়।এসময় বাড়ির বিভিন্ন গোপন কুঠুরি থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা১৯হাজার২০০পিস ইয়াবা ট্যাবলেট, ০৭টি চাপাতি,০৪টি চাকুসহ মোট১১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।এছাড়া,বাড়ির ভেতরে ও বাইরে মাদক কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত দুটি ওয়াকিটকি সেট ও চারটি সার্ভেল্যান্স সিসি ক্যামেরা,মাদক বিক্রির নগদ১০লাখ৩০হাজার টাকা,ইয়াবা পাউডার-১৩০গ্রাম,একটি ল্যাপ্টপ ও বিপুল পরিমাণ ব্যাংক লেনদেনের প্রমাণাদি জব্দ করা হয়।তল্লাশির একপর্যায়ে বাড়ির ভেতর থেকে মাদকদ্রব্য প্যাকেজিং এর জন্য ব্যবহৃত মেশিন এবং গোপনে ইয়াবা পরিবহন করার জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত মোটরসাইকেলের দুইটি তেলের ট্যাংক পাওয়া যায়।তবে,মাদক কারবারী চক্রের মূল হোতা মোঃজুবাইরকে আটক করা সম্ভব হয়নি।তার বিরুদ্ধে ইতিপূর্বে চট্টগ্রামের কর্ণফুলী থানায় দায়েরকৃত মাদকের মামলা রয়েছে।
তিনি আরও জানান,আপনাদের ভবিষ্যৎ আমাদের কাছে আমানত।যত শক্তিশালী চক্রই হোক,দেশের মাটি থেকে মাদক চোরাচালানের কালো ছায়া সম্পূর্ণরূপে মুছে ফেলার জন্য বিজিবি’র সকল সদস্য সদা প্রস্তুত ও অঙ্গীকারবদ্ধ।আমাদের এই নিরলস পরিশ্রম মাদকমুক্ত টেকনাফ গড়ার প্রত্যয়কে আরও মজবুত করবে।সীমান্ত সুরক্ষার এই সংগ্রামে আমরা সবসময় আপনাদের পাশে আছি।এবং
আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!
error: Content is protected !!