
নিজস্ব প্রতিনিধি:
টেকনাফে নাফনদীতে অভিযান চালিয়ে৪০হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।এসময় মাদক পাচারে ব্যবহৃত কাঠের নৌকা জব্দ করা হয়।
আটককৃতরা হলেন,হোয়াইক্যং ইউপি চাকমারকুল২১নম্বর ক্যাম্পের ব্লক-এ-৬বাসিন্দা মৃত শুক্কুরের ছেলে আব্দুল হাফেজ (১৮),উখিয়া বালুখালী১০নম্বর ক্যাম্পের ব্লক-এ-৪৫বাসিন্দা মোঃ নুর আলমের ছেলে রবি আলম (২৩)ও ময়নারঘোনা১৬নম্বর ক্যাম্পের ব্লক-২৪ এ/৫বাসিন্দা মৃত আমির হোসেনের ছেলে রেজু আলম(১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-ব্যাটালিয়ন(বিজিবি)অধিনায়ক লেঃকর্নেল আশিকুর রহমান।তিনি জানান,সোমবার(২০অক্টোবর)তারই নেতৃত্বে দুইটি দ্রুতগতির অত্যাধুনিক নৌযান নিয়ে রাতে নাফনদীর জলসীমায় সাবরাং বিওপি’র আউটপোস্ট দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান চালায়।এসময় নৌকাটি যখন রাতের আঁধারের আড়ালে মিয়ানমারের জলসীমা অতিক্রম করে শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশের দিকে আসছিল।নৌকাটিকে মাঝ নদীতে ঘিরে ফেলা হয়।পরে একটি হস্তচালিত কাঠের নৌকা তল্লাশি করে৪০হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও জানান,উদ্ধারকৃত কাঠের নৌকা ও ইয়াবাসহ আটক রোহিঙ্গা আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।