প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ১২:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৫, ১:৪১ পি.এম
টেকনাফে গহীন পাহাড়ে কোস্টগার্ডের অভিযান,পাচারে বন্দি রাখা নারী-শিশুসহ ৪৪জনকে উদ্ধার

ফরহাদ আমিন:
টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী ও শিশুসহ ৪৪জনকে উদ্ধার
করেছে কোস্টগার্ড সদস্যরা। এসময় পাচারে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (২৪অক্টোবর) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক লোক টেকনাফের বাহারছড়ার পিনিস ভাঙ্গা পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে। এমন তথ্যে শুক্রবার ভোররাত ২টা হতে সকাল ৭টা পর্যন্ত কোস্টগার্ড সদস্যরা ঐ এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে বন্দি থাকা নারী ও শিশুসহ ৪৪জনকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, উন্নত জীবনযাপনের স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্তানায় জিম্মি করে রেখেছিল। পরবর্তীতে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল হতে বোট যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করেছিল।
তারা আরও জানায় যে,পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল।
অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের নিমিত্তে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।
All rights reserved © 2025 Teknaf21.Com
Developed By: Azad Web IT