নিজস্ব প্রতিনিধি;
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যাওয়ার পথে যুবদলের দুইকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজও সেই হত্যার বিচার পাইনি বলে মন্তব্য করেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড হাসান ছিদ্দিকী।
শুক্রবার (২৪অক্টোবর) দুপুরে হ্নীলা ইউপি রঙ্গিখালী এলাকায় শহীদ শাহ জালাল ও ছৈয়দুল আমিনের ১৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি ।
তিনি আরও বলেন, টেকনাফের শাহ আলমরা বিএনপির নির্যাতিত পরিবার। তাদেরকে এখনো মামলা দিচ্ছে প্রশাসন। কোথাও যদি অপহরণ বা ডাকাতি হয়, প্রশাসন কেন বাদী হন, বাদী হবে ক্ষতিগ্রস্ত পরিবার। প্রশাসনকে দ্রুত তদন্তপূর্বক হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য শেষ করেন তিনি।
এতে হ্নীলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু হুরায়রা শামীমের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন,রঙ্গীখালীতে শাহ আলমের পরিবারের দুইভাইকে আওয়ামীলীগ আমলে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখনো বিচার পাইনি। বর্তমানেও তাদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হচ্ছে, তা দ্রুত তদন্তপূর্বক দ্রুত প্রত্যাহারের দাবি জানান তারা। নিহতদের ভাই শাহ আলম বলেন,আমার দুই ভাইকে হত্যার আগে পানি চাইলেও আওয়ামী লীগের সন্ত্রাসীরা পানি পর্যন্ত দেয়নি,এরপরে পানি না পেয়ে মৃত্যু বরণ করেন। নিহতদের জানাজার মাইকিংয়ের গাড়ি পর্যন্ত পুলিশ আটকে দিয়েছিল। এমনকি কবরস্থানে দাফনেও বাধা দিয়েছিল। তখন হত্যা মামলাও নেয়নি থানা পুলিশ। এদিকে নুরুল আলম ও সৈয়দ আলম নামে আরো দুই ভাইকে নির্মমভাবে হত্যা করেছে তৎকালীন সাবেক ওসি প্রদীপ। ওসি প্রদীপ ইফতারের সময় না দিয়ে দুই ভাইকে ক্রস ফায়ারে হত্যা করে । পরপর আওয়ামীলীগ আমলে চার ভাই হত্যার শিকার হয়। সেই হত্যার বিচার এখনো পাইনি। আমার ভাইদের হত্যার বিচার চায়। আমরা বিএনপি করি। টেকনাফে সবচেয়ে নির্যাতিত পরিবার আমরা। এখনো প্রতি বছর তারেক রহমান তাদের পরিবারের জন্য উপহার পাঠান বলে জানান তিনি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি চারবারের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ জননেতা শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড হাসান ছিদ্দিকী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সিঃ যুগ্ম সম্পাদক ও হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী, পৌর বিএনপির সিঃ যুগ্ম সম্পাদক সাংবাদিক আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ওসমান গনি, উপজেলা শ্রমিকদলের সভাপতি হোছাইন মোহাম্মদ আনিম, উপজেলা বিনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল সাদেক রিফাত হ্নীলা ইউনিয়ন বিএনপির (দক্ষিণ) সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আবছার কামাল ছিদ্দিকী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মরজিনা আক্তার ছিদ্দিকা,হ্নীলা ইউনিয়ন বিএনপির সভাপতি (উত্তর) আলী আহমদ মেম্বার,সাবেক সভাপতি আবসার কামাল, শহীদের ভাই শাহ আলমসহ অসংখ্য নেতাকর্মীরা প্রমুখ।